বিশ্বের ব্যয়বহুল মোবাইল ফোন নির্মানকারী প্রতিষ্ঠান এ্যাপল এর সর্বোচ্চমূল্যের বিলাসবহুল আইফোন গুলো নিয়ে আমার এই টিউন।
iPhone Princess Plus
এটি দামি মোবাইল ফোন গুলোর মধ্যে অন্যতম। পিটার্ণ এ্যালোসন ফোনটির ডিজাইন করেছেন। আইফোন প্রিন্সেস+ এ আছে ১৮ক্যারেট হোয়াইট গোল্ড এবং রুডিয়াম ট্রিম। রুডিয়াম ব্যয়বহুল মূল্যবান ধাতু। গোল্ড এর পাশাপাশি এতে আছে ১৩৮ টি প্রিন্সেস কিউট এবং ১৮০ টি ব্রিলিয়ান্ড ডায়মন্ড। এর বাজার মূল্য : ১,৩৬,৬৫,৭০৮.০০ টাকা
Price: $176,400
iPhone 3G Kings Button:
কিং বাটন এরও ডিজাইন করেছেন পিটার্ন আলোস।পিটার্ন আলোস বিলাসবহুল ফোন এর ডিজাইন করে রীতি মতো বেশ কয়েকটি রেকর্ড গড়ে তুলেছে। এই ফোনটিতে তিনি ব্যবহার করেছেন ১৮ক্যরেট সাদা সোনা এবং হলুদ ও রোজ সোনা। ফোনটির বাটনে আছে ৬.৬ ক্যারেট ডায়মন্ড। এটির মূল্য
১৯,৩৩,০০০০০.০০টাকা
Price: $2.5 Million
iPhone 4 Diamond Rose Edition:
এটি বর্তমানে বিশ্বের দামি মোবাইলফোন গুলোর কাতারে ২য় স্থান দখল করে আছে। স্টুয়ার্ড হুগাস এটির ডিজাইন করেছেন। এটি রোজ গোল্ড, ডায়মন্ড এবং প্লাটিনাম দ্বারা তৈরি। এতে ১০০ ক্যারেট ডায়মন্ড আছে। সামনের সরু ফ্রেম, বাটন এবং লগোটি সাজাতে ৫০০পিছ ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। এর মূল্য:
৬১,৯৭,৬০,০০০.০০টাকা
Price: $8 Million
iPhone 5 Black Diamond
বর্তমান-বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন আইফোন ৫ ব্লাক ডায়মন্ড। এর বিস্ময়কর ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ড হুগাস । এই ফোনটিতে আছে ২৬ ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড। ফোনের পিছনের অংশটি সলিড গোল্ড দ্বারা তৈরি এবং এ্যাপল লোগো টি ৫৩টি ডায়মন্ড দ্বারা সাজানো। এটির স্ক্রিন টি Sapphire Glass দ্বারা তৈরি। এটির হোম বাটনটি ২৬ ক্যারেট ৬০০ ব্ল্যাক ডায়মন্ড দিয়ে সাজানো। এতে ১৩৫ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ন আছে।
এই বিলাসবহুল ফোনটির বাংলাদেশী টাকায় মূল্য:
১১৮,৫২,৯১,০০০.০০টাকা।
Price: $15.3 Million
ভালো লাগলে কমেন্ট করতে ভূলবেন না।
পোস্টটি এখান থেকে কপি কৃত।
iPhone Princess Plus
এটি দামি মোবাইল ফোন গুলোর মধ্যে অন্যতম। পিটার্ণ এ্যালোসন ফোনটির ডিজাইন করেছেন। আইফোন প্রিন্সেস+ এ আছে ১৮ক্যারেট হোয়াইট গোল্ড এবং রুডিয়াম ট্রিম। রুডিয়াম ব্যয়বহুল মূল্যবান ধাতু। গোল্ড এর পাশাপাশি এতে আছে ১৩৮ টি প্রিন্সেস কিউট এবং ১৮০ টি ব্রিলিয়ান্ড ডায়মন্ড। এর বাজার মূল্য : ১,৩৬,৬৫,৭০৮.০০ টাকা
Price: $176,400
iPhone 3G Kings Button:
কিং বাটন এরও ডিজাইন করেছেন পিটার্ন আলোস।পিটার্ন আলোস বিলাসবহুল ফোন এর ডিজাইন করে রীতি মতো বেশ কয়েকটি রেকর্ড গড়ে তুলেছে। এই ফোনটিতে তিনি ব্যবহার করেছেন ১৮ক্যরেট সাদা সোনা এবং হলুদ ও রোজ সোনা। ফোনটির বাটনে আছে ৬.৬ ক্যারেট ডায়মন্ড। এটির মূল্য
১৯,৩৩,০০০০০.০০টাকা
Price: $2.5 Million
iPhone 4 Diamond Rose Edition:
এটি বর্তমানে বিশ্বের দামি মোবাইলফোন গুলোর কাতারে ২য় স্থান দখল করে আছে। স্টুয়ার্ড হুগাস এটির ডিজাইন করেছেন। এটি রোজ গোল্ড, ডায়মন্ড এবং প্লাটিনাম দ্বারা তৈরি। এতে ১০০ ক্যারেট ডায়মন্ড আছে। সামনের সরু ফ্রেম, বাটন এবং লগোটি সাজাতে ৫০০পিছ ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। এর মূল্য:
৬১,৯৭,৬০,০০০.০০টাকা
Price: $8 Million
iPhone 5 Black Diamond
বর্তমান-বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন আইফোন ৫ ব্লাক ডায়মন্ড। এর বিস্ময়কর ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ড হুগাস । এই ফোনটিতে আছে ২৬ ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড। ফোনের পিছনের অংশটি সলিড গোল্ড দ্বারা তৈরি এবং এ্যাপল লোগো টি ৫৩টি ডায়মন্ড দ্বারা সাজানো। এটির স্ক্রিন টি Sapphire Glass দ্বারা তৈরি। এটির হোম বাটনটি ২৬ ক্যারেট ৬০০ ব্ল্যাক ডায়মন্ড দিয়ে সাজানো। এতে ১৩৫ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ন আছে।
এই বিলাসবহুল ফোনটির বাংলাদেশী টাকায় মূল্য:
১১৮,৫২,৯১,০০০.০০টাকা।
Price: $15.3 Million
ভালো লাগলে কমেন্ট করতে ভূলবেন না।
পোস্টটি এখান থেকে কপি কৃত।
0 comments:
Post a Comment